ওয়ার্ল্ড সিরিজে ফের বীরু ঝড়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবার বীরু-ঝড়। লারা বনাম সচিন যুদ্ধে জয় পেলেন সচিন-ই। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ওয়ার্ল্ড সিরিজে ইন্ডিয়া লেজেন্ড দল জয়ী হল। ফের একবার বীরু-ঝড় দেখা গেল। বীরেন্দ্র সহবাগ ৫৭ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেললেন। টি-টোয়েন্টির এই ম্যাচ ৭ উইকেটে জিতল ইন্ডিয়া লেজেন্ড। সচিন তেন্ডুলকর করেছেন ২৯ বলে ৩৬ রান। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড প্রথমে ব্যাট করে ৮ উইকেটে তোলে ১৫০ রান। এর জবাবে ৩ উইকেটে ১৫১ করে ম্যাচ জেতে ইন্ডিয়া লেজেন্ড। চন্দ্রপল করেছেন ৬১ ও লারা করেন ১৭ রান।