টানা বৃষ্টিতে বন্যার আশঙ্খা দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রবল বৃষ্টিতে ফুঁসছে আত্রেয়ী ও টাঙ্গন নদী।বন্যার আশঙ্কা করছেন দঃ দিনাজপুরের ওই নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষ। টানা কয়েকদিনের প্রবল
বৃষ্টিতে দক্ষিণ দিনাজপুরের আত্রেয়ী টাঙ্গন ও পুনর্ভবার নদীরও জল বেড়ে চলেছে অনবরত।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পুনর্ভবা বিপদসীমা এবং টাঙ্গন নদীর জল অতিবিপদ সীমার উপর দিয়ে বইছে। অবশ্য বালুরঘাটে আত্রেয়ীর জল কমতে শুরু করেছে।অন্যদিকে টাঙ্গনের জল বাড়ার ফলে বংশীহারী,মহাগ্রাম হলদি ও উত্তর লক্ষীপুর এবং বুনিয়াদপুর পৌরসভার বিভিন্ন লোকালয়ে জল ঢুকে পড়েছে। আবার পুনর্ভবা ও আত্রেয়ী নদীর জলও পার্শ্ববর্তী নিচু এলাকাগুলিও প্লাবিত করেছে। প্লাবিত এলাকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে বাঁধের উপর আশ্রয় নিয়েছে বলে জানা গিয়েছে। ছোট ও বয়স্কদের নিয়ে অতি কষ্টের মধ্যেই দিন কাটাচ্ছেন তাঁরা।তবে ওই অঞ্চলে বাঁধ ভাঙার কোনও খবর পাওয়া যায়নি।বন্যা মোকাবিলায় সেচ দফতর তথা প্রশাসন তৎপর রয়েছে।

