বড়সড় ডাকাতির ছক বানচাল করল ইকোপার্ক থানার পুলিশ
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বড়সড় ডাকাতির ছক বানচাল করল ইকোপার্ক থানার পুলিশ। ধারালো অস্ত্র, লোহার রড, হাতুড়ি সহ গ্রেপ্তার করা হল ১০ জনকে। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, নিউটাউনের সিটি সেন্টারের সামনে ভোলার মাঠে ১০-১২ জন নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছে। সেই মতো ইকোপার্ক থানার পুলিশ সেখানে হানা দেয়।
সূত্রের খবর, ওই জায়গা থেকে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র, লোহার রড, ছুরি, হাতুড়ি সহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার হয় বলে জানা গিয়েছে। সূত্রের আরও খবর, ধৃতদের বাড়ি দমদম, বেলেঘাটা এবং নিউটাউন এলাকায়। ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে পুলিশ অনুমান করছে। বাকিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইকোপার্ক থানার পুলিশ। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে।

