jobsBreaking News Education 

চাকরির মন্দা বাজারে বন্ধ প্রযুক্তির বহু কোর্স

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চাকরির চাহিদা কম। বন্ধ রয়েছে প্রযুক্তির বহু কোর্স। সূত্রের খবর, দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজারের বেশি ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক ও পেশাভিত্তিক কোর্স বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)। সূত্রের খবর অনুযায়ী আরও জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা মিলিয়ে প্রায় ৬১টি কোর্স বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ৪৫-এর কাছাকাছি কোর্স বন্ধ করে দেওয়া হয়। আবার দেশ জুড়ে ইঞ্জিনিয়ারিং-এর প্রায় ২ লক্ষ আসন কমানো হয়েছে বলে খবর। সূত্র মারফত আরও জানা গিয়েছে, বন্ধ হয়ে যাওয়া কোর্সগুলির মধ্যে রয়েছে মেকানিক্যাল, সিভিল, ইলেক্ট্রনিক্স, অটোমোবাইল সহ বেশ কয়েকটি বিষয়। এর জেরে বিশেষজ্ঞমহলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অন্যদিকে এই বিষয়গুলির সঙ্গে দেশের ভারী শিল্প জুড়ে-জড়িয়ে রয়েছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, নির্মাণ, মাইনিং, ব্রিজ, গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির বাজার করোনা আবহে মন্দা। সব মিলিয়ে সমস্যা বেড়েছে।

Related posts

Leave a Comment