নিকেশ সিআরপিএফ-হামলার মাস্টারমাইন্ড নাসিরুদ্দিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জম্মু কাশ্মীরে আবারও সফল হল ভারতীয় সেনা। গত চব্বিশ ঘণ্টা ধরে চলা লাগাতার অপারেশনে খতম হয়েছে ৩ জঙ্গি। পাশাপাশি আটক হয়েছে আরও ৩ জন। সেনা সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধেয় কুপওয়ারা জেলার হন্ডওয়ারা এলাকায় হানা দেয় যায় পুলিশে ও সেনার একটি বিশেষ দল। সেখান সেনার সঙ্গে গুলির লড়াই হয় এলাকায় ঘাঁটি গাড়া একদল দুষ্কৃতীর। জম্মু-কাশ্মীর পুলিশে ও সেনার বিশেষ দলটি সেখানে দুই লস্কর জঙ্গিকে খতম করে বলে খবর।
জম্মু পুলিশ সূত্রে খবর, ওই দুই লস্কর জঙ্গির মধ্যে একজনের নাম নাসিরউদ্দিন লোন। সূত্রের খবর, গত ১৮ এপ্রিল, ৪ মে সোপোর এবং হান্ডওয়ারায় সিআরপিএফ জওয়ানদের উপর হামলায় মাস্টারমাইন্ড হিসেবে এই নাসিরুদ্দিন দীর্ঘসময় ধরে খোঁজ চলছিল। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার এদিন জানান, লস্কর জঙ্গি নাসিরুদ্দিন পরপর দুটো হামলা চালায় সিআরপিএফ জওয়ানদের ওপর। সেই থেকেই তার খোঁজ চলছিল। অন্যদিকে, এই খবর জানিয়ে কাশ্মীর জোন পুলিশ টুইটারে লেখে, দুই জঙ্গি নিকেশ করা সম্ভব হয়েছে। গানিপোরা ক্রানগোন্দ এলাকায় এনকাউন্টার চলছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআরপিএফ-এর বিশাল বাহিনী মোতায়েন রয়েছে।

