onion and potatoBreaking News World 

পেঁয়াজ-আলুর দাম কমানোর জন্য কেন্দ্রীয় উদ্যোগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পেঁয়াজের দামের ঝাঁঝ থেকে আমজনতাকে রেহাই দিতে কেন্দ্রীয় সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। জানা গিয়েছে, ক্রমবর্ধমান মূল্যকে নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। একইভাবে আলুর দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আলুর দাম আম জনতার আয়ত্তে আনতেও এবার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, বাজারে চাহিদা অনুযায়ী জোগান বাড়াতে এবার ভুটান থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড বা ডিজিএফটি একটি বিজ্ঞপ্তি ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড বা ডিজিএফটি একটি বিজ্ঞপ্তি (নং: 44/2015-2020) জারি করে জানিয়েছে, আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ভুটান থেকে আলু আমদানি করা যাবে কোনও লাইসেন্স ছাড়াই। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী, আলু আমদানি করার ক্ষেত্রে ডিজিএফটি-এর থেকে অনুমোদন নিতে হয়। দেশে আলুর আমদানি নিয়ন্ত্রিত বলেই এই পদক্ষেপ করা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ তুলে নিচ্ছে বলে জানা যায় ৷

এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, সবমিলিয়ে ১০ লক্ষ টন আলু আমদানি করার কথা ভাবা হচ্ছে। বাজারে জোগান বাড়লেই দ্রুত আলুর দাম কমে যাবে বলেও আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে পেঁয়াজের দামও খুঁচরো বাজারে সেঞ্চুরির দোরগোড়ায়। এদিন কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, দামে লাগাম কষতে আফগানিস্তান থেকে ১ লক্ষ টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেসরকারি উদ্যোগে ৭ হাজার টন পেঁয়াজের আমদানিও করা হয়েছে। দীপাবলির পূর্বেই আরও ২৭ হাজার টন পেঁয়াজ আমদানি করা হবে বলেও জানিয়েছেন পীযূষ গোয়েল।

অন্যদিকে রাজনৈতিক মহলের ধারণা, উৎসবের মরশুমের পাশাপাশি বিহারে ভোট চলার পরিস্থিতিতে আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধিই কেন্দ্রেরও মাথাব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে আমদানির ফলে আমজনতা কতটা স্বস্তি পাবে সেটাই এখন দেখার।

Related posts

Leave a Comment