টাইগার হিলের নির্মীয়মাণ প্যাভেলিয়ন আপাতত বন্ধ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বন্ধ হল নির্মাণকাজ। সূত্রের খবর, দার্জিলিং জেলা প্রশাসন পর্যটকদের নিরাপত্তার দিকে চিন্তা-ভাবনা করে টাইগার হিলের নির্মীয়মাণ প্যাভেলিয়ন ও অভজারভেটরি বন্ধ করে দিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দার্জিলিঙের জেলাশাসক এস পুন্নবলম জিটিএ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওই নির্দেশ জারি করেছেন। এক্ষেত্রে পর্যটক-সহ বিভিন্ন মহল থেকে অভিযোগ আসে, জায়গাটি যে অবস্থায় রয়েছে, বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় মানুষদের অভিযোগ, চারদিকে ছড়িয়ে রয়েছে লোহার রড। তৈরি হয়েছে গর্তও। এরপর পর্যটনমন্ত্রী গৌতম দেব উদ্যোগী হন। জেলাশাসককে বিষয়টি জানান। নির্মাণ সামগ্রী সরিয়ে নির্মীয়মাণ অংশটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।

