কলকাতা বইমেলা এখনই নয় : গিল্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বইপ্রেমীদের কাছে দুঃখের খবর। কলকাতা আন্তর্জাতিক বইমেলা এখন হচ্ছে না। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের জারি করা এক প্রেস বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। উল্লেখ করা যায়, গিল্ড হাউসে অনুষ্ঠিত বর্ধিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান বিশ্ব করোনা মহামারী পরিস্থিতিতে রয়েছে। ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা এবার অনুষ্ঠিত করা এখনই সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরিবর্তিত তারিখ ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

