SHYAM SUNDOREntertainment Enviornment 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পিতা-কন্যার ফ্রেমবন্দি হাসি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডিএসপি মেয়েকে স্যালুট করে গর্বিত সার্কেল অফিসার পিতা। সরকারী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অন্ধ্র পুলিশ কর্তারা। গুন্টুর জেলার মহিলা ডিএসপি ইয়েন্দলুরু জেসি প্রশান্তি সদ্য এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। রয়েছেন নিচুতলার পুলিশ কর্মীরাও। সামনে দাঁড়িয়ে থাকা অফিসার শ্যাম সুন্দর তাঁকে দেখামাত্রই স্যালুট করলেন। পাল্টা স্যালুট করলেন ডিএসপিও। কয়েক সেকেন্ড ধরে দুজনের মুখেই হাসি রয়েছে। একজনের কাছে বিষয়টি শ্রদ্ধার, অন্যজনের কাছে তা গর্বের।

পুলিশ বিভাগে সৌজন্য বিনিময় করা একটি স্বাভাবিক বিষয়। ফলে নিচুতলার পুলিশ কর্মীরা এরকম ব্যতিক্রমী দৃশ্য দেখে রীতিমতো অবাক। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ঘুরছে শ্যাম সুন্দর আর জেসির ফ্রেমবন্দি হাসি। উল্লেখ করা যায়, প্রশান্তি সবেমাত্র সেনাবাহিনীতে যোগদান করেছেন। গুন্টুর জেলার ডিএসপি পদে তাঁর প্রথম পোস্টিং। প্রশান্তির বাবা শ্যাম সুন্দর কর্মরত সার্কেল ইন্সপেক্টর হিসেবে। পুলিশি ইউনিফর্মের বাইরে তাঁদের পরিচয় পিত-কন্যার। তবে পুলিশ বিভাগে শ্যাম সুন্দর এবং প্রশান্তির মধ্যে একটি ঊর্ধ্বতন-অর্ধস্তনের সম্পর্ক রয়েছে। অন্ধ্রপ্রদেশের এক পুলিশ আধিকারিক এবিষয়ে জানিয়েছেন, দুজনই বাস্তবে বাবা ও মেয়ে। ডিএসপি মেয়েকে দেখা মাত্রই স্যালুট করেছিলেন ‘গর্বিত বাবা’ শ্যাম সুন্দর। পাল্টা স্যালুট করতে ভোলেননি প্রশান্তিও। এই ঘটনা ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে আলোড়ন তৈরি হয়েছে।

Related posts

Leave a Comment