Cristiano Ronaldo-5Others Sports 

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নজির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রোনাল্ডোর কীর্তি। সূত্রের খবর, সেরি আ-তে জুভেন্টাস ৩-১ ফলাফলে হারাল লাসউয়োলোকে। এই ম্যাচে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অন্যদিকে প্রথম ফুটবলার হিসেবে গত ১৫ বছরে ইউরোপের সেরা ৫ লিগে ১৫টি করে গোলও করলেন সি আর সেভেন। আবার চলতি মরসুমে সেরি আ-তে ১৩ ম্যাচে পর্তুগিজ তারকার এখনও পর্যন্ত গোল সংখ্যা ১৫টি। রোনাল্ডোর এই সাফল্যে খুশি ফুটবল বিশ্ব।

Related posts

Leave a Comment