tamil naduOthers Sports 

সৈয়দ মুস্তাক আলি চ্যাম্পিয়ন তামিলনাড়ু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চ্যাম্পিয়ন হল তামিলনাড়ু। আমেদাবাদে ফাইনালে তামিলনাড়ু বারোদাকে পরাজিত করেছে ৭ উইকেটে। এক্ষেত্রে আরও জানা যায়, ২০ রানে চার উইকেট পেয়েছেন তামিলনাড়ুর ২২ বছর বয়সী স্পিনার মনিমরণ সিদ্ধার্থ। প্রথমে ব্যাট করে বরোদা ২০ ওভারে ৯ উইকেটে ১২০ রান তোলে। প্রত্যুত্তরে ১৮ ওভারেই জয়ের রান তুলে নেয় তামিলনাড়ু। তারা ৩ উইকেটে ১২৩ রান তুলে ম্যাচ জয়ী হয়।

Related posts

Leave a Comment