Corona TikaHealth Others 

ষাটোর্ধ্ব নাগরিকদের এবার করোনা প্রতিষেধক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১ মার্চ থেকে করোনা টিকা বয়স্কদের। সূত্রের খবর, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্ট লাইন ওয়ার্কারদের পর এবার আগামী ১ মার্চ থেকে ২৭ কোটি সাধারণ মানুষের টিকাকরণ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে আরও জানা যায়, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই টিকাকরণে অগ্রাধিকার পাবেন ৬০ বছরের বেশি বয়সিরা। পাশাপাশি মৃত্যুহার কমানোর জন্য যাঁদের বয়স ৪৫ বছরের বেশি দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত, তাঁদেরও এই দফায় প্রতিষেধকের অধীনে নিয়ে আসা হবে।

সূত্রের আরও খবর, বেসরকারি হাসপাতালে গিয়েও টাকা খরচ করে টিকা নিতে পারবেন সাধারণ মানুষ। ষাটোর্ধ্ব নাগরিকদের এবার প্রতিষেধক দেওয়া হবে। প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি দেশব্যাপী করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়। প্রথম দফায় স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, আধাসেনা ও সাফাইকর্মীদের মতো ফ্রন্ট লাইন ওয়ার্কারদের প্রতিষেধক দেওয়ার কাজ চালু রয়েছে। এ পর্যন্ত প্রায় ১.২৩ কোটি মানুষ প্রতিষেধকের অধীনে এসেছেন বলে জানা যায়।

Related posts

Leave a Comment