CaronaHealth 

এভারেস্টেও করোনার থাবা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এভারেস্টেও এবার পৌঁছে গেল করোনা। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেল না মাউন্ট এভারেস্টও। সূত্রের খবর, ১৫ এপ্রিল মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প থেকে নরওয়ের পর্বতারোহী আর্লেন্ড নেসের করোনা ধরা পড়ে। এভারেস্টে এই প্রথম কারও করোনা সংক্রমণ দেখা গেল। জানা গিয়েছে, নেসকে কাঠমান্ডু এনে তাঁর চিকিৎসা ব্যবস্থা শুরু হয়। সূত্রের আরও খবর, গত বৃহস্পতিবার তাঁর দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হলে পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। আরও জানা গিয়েছে, বর্তমানে নেপালের এক স্থানীয় পরিবারের সঙ্গেই রয়েছেন তিনি। আবার এভারেস্টের বেস ক্যাম্পে করোনা ধরা পড়ার ফলে পর্বতারোহীদের মধ্যে সংক্রমণের আতঙ্ক দেখা দিয়েছে। এখনই ব্যবস্থা না নিলে বেস ক্যাম্পের কয়েকশো পর্বতারোহী, গাইড সহ সহায়কও করোনায় আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন পর্বতারোহীরা।

Related posts

Leave a Comment