শুষ্ক গরম আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কালবৈশাখীর কোনও খবর এখনও অবধি নেই ৷ ঝড়-বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে। তবে গুমোট আবহাওয়া রয়ে গিয়েছে ৷ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বিশেষজ্ঞরা বলছেন,প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করবে বঙ্গে। যার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা। গরমের তীব্রতা বাড়ছে। বেড়ে চলেছে আর্দ্রতা জনিত অস্বস্তি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর,উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ বেশ কয়েকটি জেলার আকাশ। তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা থাকছে না। আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তীব্র গরম দক্ষিণবঙ্গ জুড়েই ৷ শুষ্ক গরম আবহাওয়া । (ছবি:সংগৃহীত)

