সাধারণ ধর্মঘট : বাম কর্মী-সমর্থকদের প্রতিবাদ কর্মসূচি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবির ভিত্তিতে বাম শ্রমিক সংগঠনের ডাকা দু’দিনের সাধারণ ধর্মঘটের প্রথম দিনে বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্তে। কলকাতা সহ বিভিন্ন জেলায় বাম কর্মী-সমর্থকদের প্রতিবাদ কর্মসূচি লক্ষ্য করা গেল। বেশ কিছু জায়গাতে সাময়িক বন্ধ হয়ে যায় যান চলাচল।
সূত্রের খবর, বেশ কিছু জেলায় মিছিল চলে। কলকাতার বিটি রোড চিড়িয়ামোড় থেকে মিছিল করে বনধ সমর্থনকারীরা। অন্যদিকে প্রেসিডেন্সির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় । আবার বাম সমর্থকরা হাওড়া সানপুরে রাস্তা অবরোধ করে। কোথাও কোথাও পুলিশের সাথে ধস্তাধস্তি চলে বাম কর্মী-সমর্থকদের।
অনেক জায়গাতে গ্রেফতার করা হয় বিক্ষোভকারীদের। শ্রমিক সংগঠনের ডাকা ২ দিনের সারাদেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে সল্টলেকেও মিছিল চলে। ১০ নম্বর ট্যাঙ্ক থেকে মিছিল করে করুণাময়ী মোড়ে রাস্তা অবরোধ করে বাম কর্মী- সমর্থকরা। সবমিলিয়ে সাধারণ ধর্মঘট ছিল স্বাভাবিক। বাম কর্মীরা মিছিল করে কয়েকটি জায়গাতে বন্ধ করে দিয়েছে পরিষেবা।
(ছবি: সংগৃহীত)

