আইপিএলে ৮ উইকেটে জয়ী পাঞ্জাব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আইপিএলে ৮ উইকেটে জয়ী হল পাঞ্জাব। গুজরাট টাইটান্স পরাজিত হল। এই ম্যাচটিতে ম্যাচ সেরা হয়েছেন কাগিসো রাবাডা। শিখর ধাওয়ান অপরাজিত ৬২ রান করেছেন। কাগিসো রাবাডা ৩৩ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন। এই ম্যাচের ফলাফল: গুজরাট টাইটান্স ১৪৩-৮(২০)। পাঞ্জাব কিংস ১৪৫-২(২০)। আপাতত আইপিএল টেবলে ৫ নম্বরে পাঞ্জাব কিংস। শীর্ষে গুজরাট টাইটান্স।

