মার্ভেল কমিক্স প্রথম আত্মপ্রকাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৯৬২ সালের ১০ মে-র ঘটনা। মার্ভেল কমিক্স প্রথম আত্মপ্রকাশ করেছিল। “দা ইনক্রেডিবল হাল্ক” নামক কমিক্স বই প্রকাশ পেয়েছিল। এটির সৃষ্টি করেছিলেন স্ট্যান লি ও জ্যাক কিরবি। এই কাল্পনিক চরিত্রগুলির জন্ম হয়েছিল। সেই দিনটির স্মরণ।

