অশনি-র প্রভাব : জরুরি বৈঠক : মোকাবিলায় পদক্ষেপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় অশনি-র প্রভাব। সপ্তাহের শুরুতে সোমবার ও মঙ্গলবার বৃষ্টি শুরু হয়। বৃষ্টি ও ঝড়ের দাপট থাকবে বলে পূর্বাভাসও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর,ঝড়-বৃষ্টির জেরে জনজীবন ব্যাহত হতে পারে। তারজন্য আগাম পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। বিধাননগর পুর নিগম-সহ হিডকো ও নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ মোকাবিলায় তৎপর। এই সংক্রান্ত বিষয়ে জরুরি বৈঠক হয় হিডকো ভবনে। হিডকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন-সহ এনকেডিএ, পিএইচই, দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা এক্ষেত্রে উপস্থিত ছিলেন।
বিপর্যয় মোকাবিলার জন্য একাধিক টিম তৈরি থাকছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি অশনি-র প্রভাব নিয়ে সতর্ক রাজ্যের দমকল দফতরও। রাজ্য দমকলের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের দমকল ও জরুরি পরিষেবা দফতরের মন্ত্রী সুজিত বসু। আজ বিকাশ ভবনের দমকল দফতরে ডিজি, এসিএস, এডিজি দমকলের সঙ্গে বৈঠক করলেন তিনি। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড় অশনি-র মোকাবিলায় প্রস্তুত রাজ্যের দমকল দফতর।
অন্যদিকে বিধাননগর পুর নিগম সূত্রে জানানো হয়েছে,প্রতিটি টিমেই থাকবে গাছ কাটার সরঞ্জাম, পে লোডার, ডাম্পার, বড় ল্যাডার। এই বিষয়ে কর্মীদের কয়েকটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়া বিপর্যয় মোকাবিলা নিয়ে ইতিমধ্যেই পুর চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী মেয়র পারিষদ ও পুরনিগমের ইঞ্জিনিয়ারদেরদের নিয়ে বৈঠক করেছেন।
এক্ষেত্রে স্থানীয় ভাবে অভিযোগ, সামান্য ঝড় বৃষ্টিতেই সল্টলেকের রাস্তায় গাছ পড়ে যায়। পাশাপাশি জলও জমে যায় । এ বিষয়ে আরও জানা যায়, সকালের বৃষ্টিতে সেক্টর ফাইভ,করুনাময়ী-সহ বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে বলে খবর। সেই জল দ্রুত বার করার জন্য করুনাময়ী ও সল্টলেকের অন্যান্য জায়গার পুর কর্মীরা তৎপর ছিলেন বলেও জানা যায় ।
(ছবি: সংগৃহীত)

