Education Others 

সন্ধ্যায় খাওয়া বা শুয়ে থাকা অমঙ্গল কেন জানেন?

সন্ধ্যায় খাওয়া-দাওয়া ও শুয়ে থাকা অমঙ্গল। পন্ডিত ও শাস্ত্রবিশেষজ্ঞরা বলছেন, সন্ধ্যায় ভোজন ও শয়ন করলে রোগভোগ বেড়ে যায়। দুঃখ-দারিদ্রতাও বাড়তে থাকে। অনেকের অভ্যাস ও স্বভাব রয়েছে সন্ধ্যে নামলেই খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েন । শাস্ত্রবিশেষজ্ঞরা এক্ষেত্রে বলছেন, এই সব ব্যক্তিরা জীবনে চলার পথে ঘৃণিত ও ব্যর্থ হয়ে থাকেন। গৃহে অনেকগুলি শুভ বিষয় থাকে। এমনটা হলে গৃহের শুভ দিকগুলি বিঘ্নিত হয়ে থাকে। তাই বলা হয়ে থাকে ভর সন্ধ্যায় খাওয়া-দাওয়া ও শুয়ে থাকা ঠিক নয় অমঙ্গল বয়ে আনে।

Related posts