annapurnaOthers 

অন্নকে অবজ্ঞা করলে কী হয় তা জানেন ?

আমরা সাধারণত বলে থাকি “অন্ন দেন অন্নপূর্ণা” । আবার অনেকে বলে থাকেন, অন্ন হল-লক্ষ্মী । কেউ কেউ বলেন,”অন্নই হল ব্রহ্ম।” জীব জগতের প্রাণ হল অন্ন। শাস্ত্রীয় পন্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞমহল মনে করেন,অন্নকে অবহেলা বা অবজ্ঞা করলে তা লক্ষ্মী দেবীকে অবমাননা করা হয় । অন্ন নষ্ট করা উচিত নয়। অন্ন নষ্ট করলে কষ্ট পেতে হয়। দুঃখ-দারিদ্রতা বাড়তে থাকে। জীবনে কষ্ট ভোগ করতে হয় । অন্ন নষ্ট না করে ঈশ্বরকে স্মরণ করে তা গ্রহণ করতে হয় । অন্নপূর্ণার কৃপা হলে হয় সে ভাগ্যবান। লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় । আর কখনও অন্নদাতাকে উপেক্ষা ও অবজ্ঞা করতে নেই এটা শাস্ত্রের বিধান।

Related posts

Leave a Comment