steave smithBreaking News Sports 

আইপিএল হওয়ার সম্ভাবনা দেখছেন স্টিভ স্মিথ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজস্থান রয়্যালসের অধিনায়ক ও অস্ট্রেলিয়ার ক্রিকেটের স্টিভ স্মিথ আইপিএল হওয়ার ব্যাপারে আশাবাদী। স্মিথ জানিয়েছেন, আইপিএল হবে সব ঠিক হলেই। স্টিভ জানালেন, সারা বিশ্ব এখন ভয়ঙ্কর সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। তবুও আশা রাখি, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কোনও একটা সময়ে হয়তো শুরু হবে আইপিএল।

Related posts

Leave a Comment