আম্ফান তাণ্ডবের ক্ষয়-ক্ষতির এক নজর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আম্ফান তাণ্ডবে ক্ষয় ক্ষতি হয়েছে ব্যাপক। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলেছে। আবার অভিযোগও রয়েছে বিভিন্ন মহলে।আম্ফান ক্ষতির রাজ্যের দাবির এক ঝলক তুলে ধরা হল। সূত্রের খবর, বাড়ির ক্ষতি ২৮,৫৬,০০০, টাকার অঙ্ক তা ২৮৫৬০। কৃষির ক্ষতি ১৭ লক্ষ্ হেক্টর টাকার অঙ্ক ১৫৮৬০। উদ্যানপালনে ক্ষতি ২৫০৫৫৬.১৭ হেক্টর, টাকার অঙ্ক তা ৬৫৮১।অন্যদিকে মৎস্য নৌকায় ৮০০৭, কুঁড়ে ঘরে ১.৪৮ লক্ষ, টাকার অঙ্ক যা ২০০০। আবার প্রাণিসম্পদে ২১.২২ লক্ষ, যার টাকার অঙ্ক ৪৫২।অন্যদিকে পানীয় জল ১১৯২ নলবাহিত জলপ্রকল্প, টাকার তা অঙ্ক ২০৬০। পরিকাঠামো ২১৪৮.২২কিমি রাস্তা,ব্রিজও কালভাট ৩৫৫,গ্রামীণ রাস্তা ১০০৯১.১৭কিমি, টাকার অঙ্ক ২২৩৭। সেচে ২৪৪.৭৩কিমি নদীবাঁধ এবং ৩.৬কিমি সমুদ্রবাঁধ, টাকার অঙ্ক ২৯৪৪। বিদ্যুৎ ২৭৩সব- স্টেশন এবং বিদ্যুৎ খুঁটি ৪,৪৯,১৭৪,যার টাকার অঙ্ক ৩২৩০। বন ১.৫৮লক্ষ হেক্টর এলাকা,এর টাকার অঙ্ক ১০৩৩। শিক্ষা পরিকাঠামোয় স্কুল ১৪৬৮০এবং কলেজ ৩০১ টাকার অঙ্ক ৭৯৩। স্বাস্থ্য পরিকাঠামোতে বিভিন্ন ধরণের স্বাস্থ্যকেন্দ্র ১২৭০। অঙ্গনওয়াড়ি পরিকাঠামোতে ১২,৬৭৮ অঙ্গনওয়ারি কেন্দ্র টাকার অঙ্ক ৩৪২। শহরের -পরিকাঠামোয় পুর রাস্তা, নিকাশি, পানীয় জল ইত্যাদিতে ৬৭৫০।তাছাড়া শিল্প এবং মাঝারি শিল্প ও ক্ষুদ্র শিল্প গুদাম ঘর, কাঁচামাল, শিল্প পরিকাঠামো প্রভৃতিতে ২৬৭৯০। অন্যান্যক্ষেত্রে পরিবহন, দমকল, গুদাম ঘর, আবাসন, সংশোধনাগার অনগ্রসর শ্রেণিকল্যান ইত্যাদিতে টাকার অঙ্ক ১৫৪০ রয়েছে। উল্লেখ করা যায়, এখানে টাকার অঙ্ক বোঝানো হয়েছে কোটিতে।

