ভারতীয় নৌবাহিনীর জন্য নতুন প্রজন্মের স্টেলথ সাবমেরিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে ভারতের “স্টেলথ অ্যাটাক সাবমেরিন” প্রস্তুতির পরবর্তী পর্যায়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সেপ্টেম্বর মাস থেকেই ভারতীয় নৌবাহিনীর জন্য নতুন প্রজন্মের ৬টি ডিজেল-ইলেকট্রিক চালিত স্টেলথ সাবমেরিন তৈরির বরাত জারি করতে চলেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। যার পোশাকী নাম “পি-৭৫আই”। মন্ত্রক সূত্রে খবর, এই প্রকল্পের মোট টেন্ডার মূল্য প্রায় ৪২ হাজার কোটি টাকা।
উল্লেখ্য, আমদানি করার পরিবর্তে দেশে উৎপাদন করার লক্ষ্য নিয়ে ‘মেক ইম ইন্ডিয়া’-র প্রয়াস নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৭ সালে এর জন্য গঠন করা হয়েছিল স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত অংশীদারি পদ্ধতি। সূত্রের আরও খবর, এই পদ্ধতির অন্তর্গত এটিই হতে চলেছে প্রথম কোনও বড় প্রকল্প। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি ১০১টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে তার প্রভাব এই প্রকল্পের ওপর কোনওভাবেই পড়বে না বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

