Academy of Fine ArtsEntertainment Others 

আন্তর্জাতিক ভাষা দিবসে রানুচ্ছায়া মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে সারা রাতব্যাপী বাংলা ভাষা উৎসব পালিত হবে। আয়োজক ভাষা ও চেতনা সমিতি। আয়োজক সূত্রের খবর, ২০ ফেব্রুয়ারি বিকেল ৫টায় অনুষ্ঠান শুরু হবে। শেষ হবে ২১ ফেব্রুয়ারি। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে রানুচ্ছায়া মঞ্চে হবে মূল অনুষ্ঠান। তার আগে হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। ওই অনুষ্ঠানে অংশ নেবেন ভারত, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ডের শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি-কর্মী, রাজনীতিক, সাংবাদিক, সমাজ ও ভাষা কর্মী। বিভিন্ন নাট্য সংস্থার নাটক ছাড়াও দুই বাংলার বাউল-ফকিরদের গানের অনুষ্ঠান চলবে। ভোর ৫টায় হবে প্রভাত-ফেরি।

Related posts

Leave a Comment