করোনার পর এবার চীনের আকাশে পাঁচ সূর্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভোরে ঘুম থেকে উঠে সূর্য দেখা অনেকেরই অভ্যাস। তা বলে একসাথে পাঁচ-পাঁচটি সূর্যের দেখা পাওয়া একপ্রকার বিরল দৃশ্য। এই আজব দৃশ্যই দেখা যায় চিনের মঙ্গোলিয়ায়। মুহূর্তের মধ্যে মহাজাগতিক এই অপূর্ব সৌন্দর্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আজ ভোরে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে এমন বিরল মহাজাগতিক দৃশ্য দেখা গিয়েছে, নাম দেওয়া হয়েছে “সান ডগ”। বৈজ্ঞানিকদের মতে, বাতাসে যদি একগুচ্ছ বরফের ক্রিস্টাল ভাসতে দেখা যায়, তাহলে তাতে সূর্যের আলো বিচ্ছুরিত হয়ে এমন দৃশ্য দেখা সম্ভব। এমনটা হলে সূর্যের অপর পিঠের একটা প্রতিচ্ছবি সামনে আসে। অনেকে বলেছেন, এটি ভৌতিক দৃশ্য ছাড়া আর কিছুই নয়। চীনের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যম এই ভিডিও শেয়ার করেছে। এই অভাবনীয় দৃশ্য কেবলমাত্র শীতকালের হিমেল প্রবাহ ছাড়া দেখা যায় না।