adam schlesingerLifestyle Others 

শিল্পী এডাম স্লেজিংগার প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন গ্র্যামীজয়ী সংগীতকার ও বিশিষ্ট শিল্পী এডাম স্লেজিংগার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। মার্কিন ব্যান্ড ফাউন্টেন অফ ওয়েন -এর সদস্য ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া। তাঁর মৃত্যুর খবর জানিয়ে টুইট করেন টম হ্যাঙ্কস।একাধিক জনপ্রিয় গানের স্রষ্টা ছিলেন এডাম। টেলিভিশন ও বড় পর্দার জগতে বহু গানের জন্য তিনি জনপ্রিয় হন। নিউ ইয়র্কে এক হাসপাতালে তিনি মারা যান বলে খবর।

Related posts

Leave a Comment