jcbBreaking News Others 

মন্দারমণির সৈকত সংলগ্ন হোটেলে অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অবৈধ নির্মাণ ভেঙে দিল প্রশাসন। মন্দারমণির সৈকত সংলগ্ন হোটেলে গভীর রাতে নির্মাণ কাজ শুরু হয় বলে খবর। পর্যটন-শূন্য মন্দারমণি সমুদ্র এলাকা। প্রসঙ্গত, এইসময় প্রতিবছর দিঘা-মন্দারমণিতে হোটেল পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। এখন সেখানে পর্যটনে ভাটা চলছে। প্রশাসনিক নজরদারিও সেভাবে নেই। স্থানীয় সূত্রে অভিযোগ, নজরদারি সে অর্থে না থাকায় স্থানীয় এক হোটেল কর্তৃপক্ষ অনুমতি না নিয়েই অবৈধ নির্মাণের কাজ শুরু করেছে। এরপর প্রশাসনের নজরে আসায় অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়।

উল্লেখ্য, মন্দারমণি, তাজপুরে সিআরজেড সমুদ্রতট থেকে একটা নির্দিষ্ট দূরত্ব মেনে নির্মাণ বাধ্যতামূলক করেছে। এই বিধির কারণে সেখানে যে কোনও নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনওভাবে সৈকত এলাকায় অবৈধ নির্মাণ যাতে না হয়, তা নজরদারি করার নির্দেশও দিয়েছেন। নিষেধাজ্ঞা না মেনে এক শ্রেণির মানুষ অবৈধভাবে এই কাজ চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ইতিপূর্বে অভিযান চালিয়ে মন্দারমণি ও তাজপুর এলাকায় অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে। এরপরও অনুমতি ছাড়াই একটি হোটেলে লোকচক্ষুর অন্তরালে ছাদ ঢালাইয়ের কাজ সহ একটা অংশ নতুন নির্মাণ করা হচ্ছিল। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে অবৈধভাবে নির্মিত অংশ জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়। অন্যদিকে, অভিযুক্ত হোটেল কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছেন, কোনও অবৈধ নির্মাণ হয়নি। হোটেল বন্ধ রয়েছে বলে মেরামতির কাজ করা হয়েছে। ওই কাজের সামগ্রী ছাদে তোলা হয়েছে।

Related posts

Leave a Comment