আন্তর্জাতিক হকি সংস্থার বিচারে সেরার স্বীকৃতি বিবেকের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আন্তর্জাতিক হকি সংস্থার বিচারে ভারতের বিবেক প্রসাদ ২০১৯ সালের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেতে চলেছেন। তিনি হারালেন আর্জেন্তিনার মাইকো কাসেলা ও অস্ট্রেলিয়ার ব্ল্যাক গোর্ভাসকে। উল্লেখ্য, মাত্র ১৭ বছর বয়সে তিনি জাতীয় সিনিয়র টিমে সুযোগ পান। ২০১৯ সালে সুলতান আজলান শা হকিতে রানার্স হয়েছিল ভারত। সেই ম্যাচে ২ গোল করেছিলেন বিবেক প্রসাদ। সেই কৃতিত্বেই এই স্বীকৃতি।