জানুয়ারিতে দেশে কমেছে বেকারত্বের হারঃ সিএমআইই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই)-র এই তথ্য। বছরের শুরু অর্থাৎ জানুয়ারিতে দেশে বেকারত্বের হার কমেছে। সিএমআইই-র তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ডিসেম্বরে ৭.৯৫ শতাংশ থেকে জানুয়ারিতে বেকারত্বের সংখ্যা কমে ৭.৮৫ শতাংশ হয়েছে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই দেশে বেকারত্বের গড় হার ৭.৫ শতাংশ ছিল। এক মাসের তুলনায় অন্য মাসে এই হার সামান্য কমবেশি হয়। জানুয়ারি পর্যন্ত গত ১২ মাসে দেশের মাসিক গড় বেকারত্বের হার ৭.৪ শতাংশ। এর মধ্যে আগস্ট মাসে বেকারত্বের হার সব থেকে বেশি ছিল। যা ৮.২ শতাংশ। মার্চে তা সব থেকে কম ৬.৭ শতাংশ ছিল, সিএমআইই তাদের রিপোর্টে এই তথ্য তুলে ধরেছে।