West Bengal Budget-2020Breaking News Others 

রাজ্য বাজেটে স্ট্যাম্প ডিউটি কমানোর প্রস্তাব, সস্তার আবাসন বাড়বে রাজ্যে, মত বিশেষজ্ঞমহলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্ট্যাম্প ডিউটি কমায় সস্তার আবাসন বাড়বে রাজ্যে। জমি একত্রীকরণের রেজিস্ট্রি ক্ষেত্রে রাজ্য বাজেটে স্ট্যাম্প ডিউটি কমানোর প্রস্তাব অর্থমন্ত্রী অমিত মিত্রের। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রিয়েল এস্টেট বিশেষজ্ঞমহল ও রাজ্যের আবাসন নির্মাতা সংস্থাগুলি। এক্ষেত্রে বিশেষজ্ঞদের বক্তব্য, এরফলে পশ্চিমবঙ্গে সস্তার আবাসন ক্ষেত্র আরও গতি পাবে। পাশাপাশি, জাতীয় স্তরের বিভিন্ন বৃহৎ রিয়েল এস্টেট সংস্থা কলকাতা ও তার আশেপাশে এবার লগ্নি করতে এগিয়ে আসতে পারে বলেও মনে করা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে ১ কোটি টাকা দাম পর্যন্ত জমির একত্রীকরণের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির হার ৫ শতাংশ এবং ১ কোটি টাকা দামের উপরের জমিতে হার ৭ শতাংশ। দুই ক্ষেত্রেই স্ট্যাম্প ডিউটি কমিয়ে ০.৫ শতাংশ করার প্রস্তাব রেখেছেন রাজ্যের অর্থমন্ত্রী। তবে জমি একত্রীকরণে রেজিস্ট্রিতে মোট স্ট্যাম্প ডিউটি সর্বাধিক ৩ লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে রাজ্য বাজেটে বলা হয়েছে।

Related posts

Leave a Comment