সরকার হাত গুটিয়ে নিচ্ছে জনগণের দায়বদ্ধতা থেকে- অর্থনীতি বিশেষজ্ঞদের মতামত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেউ বলছেন অর্থহীন, আবার কেউ কেউ বলছেন গুরুত্বপূর্ণ বাজেট। বাজেট প্রস্তাব পেশ হল। দেশের আয়-ব্যয় কোন খাতে কী হবে, এই নিয়ে একটা ভাবনাচিন্তা ছাড়াও সম্পদ সৃষ্টির পথ খুঁজতে হয় বাজেটে। সেই দিশা আর পাওয়া যায় না। উল্লেখ্য, গত ৬ বছর কেন্দ্রীয় সরকার ক্ষমতায়। প্রথমদিকে মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, স্বচ্ছ ভারত-সহ বিভিন্ন প্রকল্পের নামে অনেক কিছু বরাদ্দ হত। আগামী কয়েক বছরে দেশ উন্নত দুনিয়ার সমকক্ষ হয়ে দাঁড়াবে বলা হয়েছে। অন্যদিকে গত ৬ বছরে বেড়েছে বেকারত্ব, বন্ধ কলকারখানার সংখ্যা, কমেছে বিনিয়োগ এবং রফতানিও। আবার দেশের ৮টি প্রধান ক্ষেত্রে বৃদ্ধির হারও কমেছে। পাশাপাশি কমেছে স্বাভাবিক বৃদ্ধির হার। এক্ষেত্রে অর্থনীতির বিশেষজ্ঞদের বক্তব্য, দরকার ছিল এবারের কেন্দ্রীয় বাজেটকে ঘুরে দাঁড়ানোর মতো করে তৈরি করা। দেশের শিল্প-বাণিজ্য মহলের একটি বিশেষ প্রত্যাশাও ছিল। মনমোহন সরকারের নীতির পর এই সরকার বলিষ্ঠ সিদ্ধান্ত নেবে, এমনটা আশা প্রকাশ করা হয়েছিল। দেশে অর্থনৈতিক সংস্কারের গতি বাড়াবে এ প্রত্যাশাও ছিল। অন্য একটা অংশের বক্তব্য, এবারের বাজেট মধ্যবিত্ত মানুষজনকে আরও কোণঠাসা করবে বলে মনে করা হচ্ছে। ব্যাঙ্ক দেওলিয়া হলে সরকার দায় নেবে না। বিমা কোম্পানি থেকে পাবে মাত্র ৫ লাখ আর এলআইসি থেকে সরকার হাত গুটিয়ে নেবে। এক্ষেত্রে বলা হচ্ছে, যদি বিমা ক্ষেত্রটি মুখ থুবড়ে পড়ে তাহলে কেউ কিছু দেবে না। এলআইসি বিপর্যয়েও কেউ কিছু পাবে না। স্বাধীনতার পর গত ৭২ বছরে আতঙ্কজনক বাজেট পেশ করা হয়েছে বলে একাংশ ইতিমধ্যেই বলতে শুরু করেছেন। একথায় অর্থনীতি বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সরকার সরাসরি হাত গুটিয়ে নিচ্ছে জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে।