ভারতকে হারানোটা স্বপ্ন, বলছেন আকবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপের ইতিহাসে এমন উত্থান-পতনের ফাইনাল সাম্প্রতিককালে দেখা যায়নি। ম্যাচ যখন রুদ্ধশ্বাস ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছে, তখন আবার বৃষ্টি। সেই বৃষ্টিই ধুয়ে দিল ভারতের ৫ বার যুব বিশ্বকাপ জয়ের স্বপ্ন। বৃষ্টির পর যখন বাংলাদেশ নামল, তখন জেতার জন্য প্রয়োজন ৬ রান। সব মিলিয়ে টার্গেট ৪৬ ওভারে ১৭০ রান। দক্ষিণ আফ্রিকার মাঠে ১৭০-৭ স্কোরই হয়ে দাঁড়াল বাংলাদেশের ইতিহাসের স্কোর। ৩ উইকেটে ভারতকে হারিয়ে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জয় ১১ বাঙালির। মাত্র ১১৭ রানের পুঁজি নিয়ে যখন ভারত ফিল্ডিং করতে নামছে, তখন ক্রিকেট বিশ্বের অনেকেই নিদান হেঁকেছিলেন, সিংহের দেশে যুব বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়তে চলেছেন ছোট টাইগাররা।