Entertainment 

ঝলমলে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে “প্যারাসাইট” জিতল ৪টি অস্কার, সেরা সহ অভিনেতা ব্র্যাড পিট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। দক্ষিণ কোরিয়ার “প্যারাসাইট” জিতল ৪টি অস্কার। সেরা অভিনেতা হলেন ওয়াকিন ফিনেক্স (জোকার)। সেরা অভিনেত্রী রেনে জেলেওয়াগার (জুডি)। পরিচালক বং জুন হো (প্যারাসাইট)। অস্কার পেলেন সিনেমা অটোগ্রাফি রজার ডিকেন্স। সেরা সাউন্ড এডিটিং ফোর্ড ভার্সেস ফেরারি। সেরা সিনেমা অটোগ্রাফি নাইনটিন সেভেন্টিন। সেরা সহ অভিনেতা ব্র্যাড পিট। সেরা অভিনেত্রী লরা ম্যোরেজ (স্টোরি)।

Related posts

Leave a Comment