১৭.৫৮ কোটি প্যান বাতিল করার পথে আয়কর দপ্তর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ৩১ মার্চের মধ্যে প্যান নম্বরের সঙ্গে আধার নম্বর যোগ না করা হলে ওই সমস্ত প্যান বাতিল করা হবে বলে আয়কর দপ্তর আগেই নোটিস জারি করেছে। কিন্তু, এখনও পর্যন্ত আয়কর দপ্তরের ইস্যু করা ১৭.৫৮ কোটি প্যান হোল্ডার তাঁদের আধার নম্বর যোগ করেননি। ফলে, শীঘ্রই ওই ১৭.৫৮ কোটি প্যান বাতিল করতে চলেছে আয়কর দপ্তর। একবার বাতিল হয়ে গেলে সেই প্যান কোনও কাজে ব্যবহার করা যাবে না। আয়কর দপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৪৮ কোটি প্যান ইস্যু করা হয়েছে। অন্যদিকে, আধার রয়েছে ১২০ কোটি ব্যক্তির। কিন্তু, প্যান-আধার সংযুক্তিকরণের চূড়ান্ত সময়সীমা প্রায় ৮ বার পিছনোর পরও গত মাসের শেষ অবধি মাত্র ৩০.৭৫ কোটি প্যানকার্ড হোল্ডার তাঁদের প্যান নম্বরের সঙ্গে আধার যুক্ত করেছেন। আয়কর দপ্তরের হিসাব অনুযায়ী, ২০১৮-১৯ অ্যাসেসমেন্ট বছরে আয়কর রিটার্ন জমা দিয়েছেন মোট ৫.৮৭ কোটির বেশি করদাতা, যার মধ্যে কর্পোরেট সংস্থাও রয়েছে। অর্থাৎ, আয়কর দপ্তর এ পর্যন্ত যতজনকে প্যানকার্ড ইস্যু করেছে তার ১২-১৩ শতাংশ মাত্র আয়কর রিটার্ন দেন।