CoronavirusHealth Others 

সার্সকে টেক্কা করোনা ভাইরাসের, মৃত ৮১৩

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশেষজ্ঞদের মতে, সার্স ভাইরাসের জ্ঞাতি হলেও তার মতো প্রাণঘাতী নয় সে। অবশ্য সেই নভেল করোনা ভাইরাসই মৃতের সংখ্যায় টেক্কা দিল সার্সকে। শুধু চিনের মূল ভূ-খণ্ড ও হংকং মিলিয়েই এনসিওভি ২০১৯ সালে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮১৩ জন। সার্সের ক্ষেত্রে পুরো বিশ্বে মৃতের সংখ্যা ছিল ৭৭৪ জন। তবে চিকিৎসকদের মতে, সার্স-আক্রান্তদের ক্ষেত্রে যেখানে মৃত্যুর হার ছিল প্রায় ৯ শতাংশ, নভেল করোনা ভাইরাসের ক্ষেত্রে সেটি ২-৩ শতাংশ। তাই স্রেফ মৃতের সংখ্যার মানদণ্ডে দুই জ্ঞাতির ভয়াবহতার তুলনা বিজ্ঞানসম্মত নয়। তবে এ কথা সত্যি, মৃত্যুমিছিল এখনও রুখতে পারেনি চিন। সূত্রের খবর, বিষয়টি নিয়ে শোকপ্রকাশ করে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে সাহায্যের হাতও বাড়িয়েছেন তিনি।

Related posts

Leave a Comment