সার্সকে টেক্কা করোনা ভাইরাসের, মৃত ৮১৩
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশেষজ্ঞদের মতে, সার্স ভাইরাসের জ্ঞাতি হলেও তার মতো প্রাণঘাতী নয় সে। অবশ্য সেই নভেল করোনা ভাইরাসই মৃতের সংখ্যায় টেক্কা দিল সার্সকে। শুধু চিনের মূল ভূ-খণ্ড ও হংকং মিলিয়েই এনসিওভি ২০১৯ সালে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮১৩ জন। সার্সের ক্ষেত্রে পুরো বিশ্বে মৃতের সংখ্যা ছিল ৭৭৪ জন। তবে চিকিৎসকদের মতে, সার্স-আক্রান্তদের ক্ষেত্রে যেখানে মৃত্যুর হার ছিল প্রায় ৯ শতাংশ, নভেল করোনা ভাইরাসের ক্ষেত্রে সেটি ২-৩ শতাংশ। তাই স্রেফ মৃতের সংখ্যার মানদণ্ডে দুই জ্ঞাতির ভয়াবহতার তুলনা বিজ্ঞানসম্মত নয়। তবে এ কথা সত্যি, মৃত্যুমিছিল এখনও রুখতে পারেনি চিন। সূত্রের খবর, বিষয়টি নিয়ে শোকপ্রকাশ করে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে সাহায্যের হাতও বাড়িয়েছেন তিনি।