থাইল্যান্ডে বন্দুকবাজের হানায় মৃত ২৯
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শপিং মলে ১৭ ঘণ্টার রুদ্ধশ্বাস গুলি-যুদ্ধের পর অবশেষে নিহত থাইল্যান্ডের বন্দুকবাজ সেনা। রাতভর কম্যান্ডো অভিযান চালিয়ে ভোরের দিকে অবশেষে বন্দুকবাজকে খতম করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ড পুলিশ। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, আততায়ী ওই সেনার এলোপাথাড়ি গুলিতে ২৯ জনের মৃত্যু হয়েছে। আহত ৪২ জনের মধ্যে ৯ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। শুধু শপিং মল নয়, আরও ৩টি জায়গায় গুলি চালিয়েছিল ওই সেনা। শনিবার সন্ধ্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে, নাখোন রতচসিমা শহরে হত্যালীলা শুরু করে ৩২ বছরের জাকরাপন্থ থোম্মা।