আম্মানে ভারতীয় বক্সারদের সাফল্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতের দুই বক্সার মনীশ কৌশিক ও আশিস কুমার কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন। আম্মানে অলিম্পিকের কোয়ালিফাইংয়ে এল এই সাফল্য। দেশের দুই বক্সার আর একটি ম্যাচ জয় পেলেই অলিম্পিকের টিকিট পাবেন বলে খবর।