এলিজাবেথ সরলেন প্রেসিডেন্ট পদপ্রার্থীর লড়াই থেকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মাইক ব্লুমবার্গের পর এবার ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াই থেকে সরে গেলেন এলিজাবেথ ওয়ারেন। নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তবে সরাসরি কাউকে সমর্থনের কথা তিনি এখনও অবধি ঘোষণা করেননি। এ বিষয়ে একাংশের বক্তব্য, কিছুটা সময় চান। ওয়ারেন যে সরে দাঁড়াতে পারেন, সে সম্ভাবনা কিছুদিন ধরেই উঠে আসছিল। এক্ষেত্রে বলা হয়েছে, আইওয়ার প্রাইমারি থেকে তিনি পিছিয়ে পড়তে শুরু করেছেন এবং তারপর থেকে একটি ভোটেও এগোতে পারেননি। এমনকী সাউথ ক্যারোলিনায় পঞ্চম স্থানে লড়াই শেষ করেছেন। এরফলে, তাঁর প্রার্থী হওয়ার আশা প্রায় নেই বললেই চলে। লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন নিউইয়র্কের প্রাক্তন মেয়র ব্লুমবার্গও।