Rich ManLifestyle Others 

৫ বছরে দেশে অতি-বিত্তশালীদের সংখ্যা ৭৩ শতাংশ বাড়বে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আন্তর্জাতিক রাজনীতিতে ক্রমবর্ধমান টানাপোড়েনে উত্তাল বিশ্ব। উন্নয়নের হার কমে যাওয়ার পূর্বাভাস। চলতি অর্থ বছরে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই চিত্রের মধ্যেও ভারতে অতি বিত্তশালী ব্যক্তিদের মধ্যে ৫১ শতাংশের সম্পত্তি বেড়েছে বলে খবর। এমনকী জানা গিয়েছে, আগামী ৫ বছরে ভারতে অতি বিত্তশালীদের সংখ্যা ৭৩ শতাংশ বাড়বে। যা ২০১৯ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। নাইট ফ্রাঙ্ক ওয়েলথ রিপোর্ট-২০২০ সালে জানা গিয়েছে, ২০২৪ সালের মধ্যে দেশে অতি বিত্তশালীদের সংখ্যা হবে ১০,৩৫৪। ২০১৯ সালে যা ছিল ৫,৯৮৬। উল্লেখ্য, ভারতীয় অর্থনীতির গতি আপাতত শ্লথ। তবে বিশ্ব অর্থনীতির বিশেষজ্ঞমহলের বক্তব্য, দীর্ঘমেয়াদী ভিত্তিতে ভারতীয় অর্থনীতির শক্তিশালী উন্নয়ন ঘটবে। আগামী ২০২২ সালের মধ্যে আবার জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ পৌঁছে যাবে। বাড়ছে ভারতে অতি বিত্তশালীদের সংখ্যা। ফ্রাঙ্ক ওয়েলথ রিপোর্ট-২০২০ ভিত্তিতে জানা যায়, ২০২৪ সালের মধ্যে ইউরোপকে টেক্কা দিয়ে এশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিত্তশালী হিসাবে উঠে আসবে। এশিয়ার মধ্যে বিত্তশালীদের সংখ্যা দাঁড়াবে ৪৪ শতাংশ। আরও জানা গিয়েছে, ২০২৪ সালে এশিয়ার বিত্তশালীদের সংখ্যা হবে উত্তর আমেরিকার বিত্তশালী ব্যক্তিদের সংখ্যার ৫০ শতাংশ। এক্ষেত্রে বলা হয়েছে, কোনও রকম দায়ভার ছাড়া একজন ব্যক্তির কমপক্ষে ৩ কোটি মার্কিন ডলার লগ্নিযোগ্য নিট সম্পত্তি থাকলে ওই ব্যক্তিকে অতি বিত্তশালী হিসাবে গণ্য করা হয়।

Related posts

Leave a Comment