পরাজিত প্লাতিনি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরাজিত হলেন প্লাতিনি। ৪ বছরের নির্বাসন ওঠানোর জন্য লড়াই চলছিল এই প্রাক্তন ফুটবলারের। ইউরোপের মানবাধিকার আদালতে আবেদন জানিয়েছিলেন মিশেল প্লাতিনি। তাঁর সেই আবেদন বিবেচিত হলো না। ২ মিলিয়ন ডলার নেওয়ার অভিযোগ উঠেছিল প্লাতিনির বিরুদ্ধে। এই নিয়ে ৫ বার আইনি লড়াইয়ে হার হল প্রাক্তন ফিফা কর্তার।