evarestSports 

করোনার গ্রাসে পিছল এভারেস্ট প্রিমিয়ার লীগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের গ্রাস। পর পর ক্রীড়া ইভেন্টগুলি বাতিল হচ্ছে। কোনটা বা পিছিয়ে যাচ্ছে। এবার ওই তালিকায় যোগ হল এভারেস্ট প্রিমিয়ার লীগ। নেপালে আগামী ১৪ই মার্চ থেকেএই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল।করোনার কারণে এবারের এভারেস্ট প্রিমিয়ার লীগ পিছিয়ে যাচ্ছে।ওই টুর্নামেন্টে খেলার কথা ছিল ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইলের। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, নেপালে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা খুবই কম। আয়োজকদের মধ্যে মাথাব্যথার কারণ হল-মাঠ ভর্তি সর্মথকদের মধ্য যদি কেউ করোনা ভাইরাসে আক্ৰান্ত হয়ে থাকেন, তা হলে বাকিদের মধ্যেও সেটি ছড়িয়ে যাওয়ার আশঙ্খা। এমত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এভারেস্ট প্রিমিয়ার লীগ পিছিয়ে দেওয়া হবে।

Related posts

Leave a Comment