Shekh Mujibar RahmanOthers World 

“বঙ্গবন্ধু”-র জন্মশতবর্ষে ঢাকায় আমন্ত্রণ মোদীকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : “বঙ্গবন্ধু” শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উদযাপন। এই উপলক্ষে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এই কথা জানালেন। ওই সফরে দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে। বাংলাদেশ সূত্রের খবর, “বঙ্গবন্ধু”-র ওই অনুষ্ঠানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এই বিষয় নিয়ে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী, এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা “বঙ্গবন্ধু” ১৯২০ সালের ১৭ মার্চ ফরিদপুর জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

Related posts

Leave a Comment