অধিনায়কত্বে অব্যাহতি মাশরাফির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলাদেশের অধিনায়কত্ব পুনর্বিবেচনা করার আগেই নেতৃত্ব থেকে সরে গেলেন মাশরাফি বিন মোর্তাজা। বোর্ড সূত্রে খবর, জিম্বাবোয়ের সিরিজ শেষ হলেই নেতৃত্ব নিয়ে আলোচনা করার কথা ছিল। তবে আকস্মিকভাবে নেতৃত্ব ছাড়লেন মোর্তাজা। জিম্বাবোয়ের বিরুদ্ধে চলা ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচেই শুধু অধিনায়কত্ব করবেন, এমনটাই খবর। সিলেটে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন তিনি। মাশরাফির মন্তব্য,” অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ। আমার প্রতি এত দীর্ঘ আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। আমার নেতৃত্বে যত ক্রিকেটার খেলেছে বাংলাদেশ দলে, টীম ম্যানেজমেন্ট, যাঁদের কোচিংযে খেলেছি ও নির্বাচক এবং বোর্ডের কর্মকর্তাদের সকলকে ধন্যবাদ।”উল্লেখ করা যায়, ক্রিকেটের পাশাপাশি আওয়ামি লীগের সাংসদও তিনি।