Nirdhaya HangOthers 

নির্ভয়ার অপরাধীদের ফাঁসির নয়া তারিখ ২০ মার্চ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নির্ভয়ার অপরাধীদের ফাঁসির নতুন তারিখ ঘোষণা হল। এই নিয়ে ৪ বার এমনটা ঘটল। দিল্লির পাতিয়ালা হাইকোর্ট ফাঁসির নয়া তারিখ ২০ মার্চ ঘোষণা করেছে। বিচারক ধর্মেন্দ্র রানার ঘোষণা, ২০ মার্চ সকাল ৫.৩০ মিনিটে ফাঁসি দেওয়া হবে নির্ভয়ার অপরাধী ওই ৪ ধর্ষককে। উল্লেখ্য, পবন গুপ্তার ক্ষমাভিক্ষার আর্জি রাষ্ট্রপতি খারিজ করে দেওয়ার পরই ফাঁসির নতুন দিন ঘোষণার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল তিহার জেল কর্তৃপক্ষ। সেই আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ। প্রসঙ্গত, এর আগে ৩ বার মৃত্যুর পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে ফাঁসি পিছিয়ে যায়। এক্ষেত্রে কোনও বার তার কারণ ছিল সুপ্রিমকোর্টে দাখিল করা কিউরেটিভ পিটিশন। আবার কোনও বার রাষ্ট্রপতির কাছে পাঠানো ক্ষমাভিক্ষার আর্জির নিষ্পত্তি না হওয়া। পবনের আর্জি রাষ্ট্রপতি খারিজ করে দেওয়ার পর এই ৪ জনের কাছে আর কোনও আইনি বিকল্প রাস্তা খোলা থাকছে না বলে মনে করছেন ওয়াকিবহালমহল। ২০ মার্চ ফাঁসি কার্যকর না হওয়ার সম্ভাবনা কার্যত আর নেই বললেই চলে, এমনই আইনজীবীদের মত।

Related posts

Leave a Comment