Bhutan and North BengalOthers Travel World 

করোনা-আতঙ্কে ভুটান-সিকিম-সহ পশ্চিমবঙ্গের পর্যটন ব্যবসা মন্দার গেরোয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার পর্যটন ব্যবসা মন্দার গেরোয়। করোনা-আতঙ্ক ভুটান সীমান্তে। সতর্কতা বাড়িয়েছে সিকিমও। বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের মরণ কামড়। এর জেরে পর্যটন ব্যবসা শিকেয় উঠছে। স্থানীয় সূত্রের খবর, উত্তরবঙ্গ লাগোয়া ভুটানের ফুন্টশোলিংয়ে করোনা ভাইরাস সন্দেহে দুই জার্মান পর্যটক-সহ ৬ জনকে থিম্পু হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর প্রচার হতেই নতুন করে আরও আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই সিকিম সরকার এক বিজ্ঞপ্তি জারি করে। বিদেশিদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে সিকিম সরকার। আবার ঘোষণার পরই ৩৬ জন বিদেশি পর্যটককে পশ্চিমবঙ্গ-সিকিম সীমানার রংপো থেকে ফিরিয়ে দিয়েছে সরকার। একের পর এক এই ঘটনার জেরে ভুটান, সিকিম, উত্তরবঙ্গ-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে এর প্রভাব পড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা।

Related posts

Leave a Comment