এবার ইকো পার্কে মিলবে খাঁটি মধু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার ইকো পার্কে তৈরি হচ্ছে খাঁটি মধু। তা মিলবে ইকো পার্ক থেকেই। নিউ টাউনের ইকো পার্কে উদ্বোধন হয়েছে বি-করিডরের। চলতি বছরেই ইকো পার্কে শুরু হয় মধু চাষ। এবার সেটাই আরও বড় আকারে করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ইকো পার্কের পাশাপাশি রাজারহাটের বেশ কয়েকটি গ্রামে ফুলের প্রাচুর্য রয়েছে। এবার সেখানেও করা হবে এই মধু চাষ। ইকো পার্কের মৌচাকগুলি থেকে বছরে আনুমানিক ৬০ কিলো মধু পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এ প্রসঙ্গে জানা গিয়েছে, প্রথমে বাটারফ্লাই গার্ডেনের একটি অংশে কাঠের বাক্সের মধ্যে মৌমাছি রেখে শুরু হয় এই মধু চাষ। একটি স্টার্ট-আপ সংস্থা এই কাজটি শুরু করে। তথ্য-প্রযুক্তির ব্যবহার ছিল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মৌচাকের বাক্সে সেন্সর লাগানো থাকবে। সেন্সর যুক্ত থাকবে ইন্টারনেট অফ থিংস (আইওটি)-র সঙ্গে। বাক্সের মধ্যে থাকা ক্যামেরায় যুক্ত থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।