টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত। প্রথমবার এই সাফল্য পেল মহিলা ক্রিকেট দল। বৃষ্টিতে এক ওভারও বল মাটিতে পড়ল না। ভেস্তে গেল ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম সেমি-ফাইনাল ম্যাচ। ম্যাচ না হলেও ভারতীয় প্রমীলা ব্রিগেড ফাইনালে পৌঁছাল। গ্রুপ লিগের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে প্রথমবার এই প্রতিযোগিতার ফাইনালে হরমনপ্রীত কাউররা। আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় মহিলা ক্রিকেট দল লড়াইয়ে মুখোমুখি হবেন ৪ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় সেমি-ফাইনালেও দক্ষিণ আফ্রিকাকে ৫ রানে হারিয়ে ফাইনালে গিয়েছে অস্ট্রেলিয়া।