Apurvi ChandelaOthers Sports 

অপূর্বি চাণ্ডিলার আর্থিক অনুদান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতীয় শ্যুটার অপূর্বি চাণ্ডিলা প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে আর্থিক অনুদান তুলে দিলেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে ৩ লক্ষ টাকা এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীর তহবিলে ২ লক্ষ টাকা তুলে দিয়েছেন অপূর্বি। বিপর্যস্ত পরিস্থিতিতে সরকারের লড়াইয়ে নিজেকে সামিল করলেন এই ভারতীয় শ্যুটার। পাশাপাশি অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানালেন এই শ্যুটার।

Related posts

Leave a Comment