জরুরি ভিত্তিতে মদ বিক্রি বন্ধের নির্দেশ জারি কেরালায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেরালায় লকডাউনে আর মিলবে না মদ, কড়া পদক্ষেপ নিল হাইকোর্ট। আবার মদ বিক্রিতে ছাড় দেওয়া নিয়ে কেরালা হাইকোর্টের ভর্ৎসনার মুখে সরকার। দেশজুড়ে বিপর্যস্ত পরিস্থিতিতে কেরালা প্রশাসন সূত্রে জানানো হয়েছিল, সরকারি চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন নিয়ে আসতে পারলে মদে আসক্ত কোনও ব্যক্তি সীমিত পরিমাণ মদ কিনতে পারবেন। এক্ষেত্রে সরকার-প্রশাসনের যুক্তি ছিল, যাঁরা মদ ছাড়ার চেষ্টা করছেন, ওই সব ব্যক্তিদের ক্ষেত্রে সামান্য মদ খাওয়াটা চিকিৎসা পদ্ধতির অঙ্গ হিসেবে ধরা হয়। এরপর কেরালা হাইকোর্ট ওই যুক্তিকে কার্যত নস্যাৎ করেছে। এক্ষেত্রে হাইকোর্টের স্পষ্ট বক্তব্য, সরকারের এই ধরনের নির্দেশ “বিরক্তিকর” এবং “বিপর্যয়কারী”। প্রসঙ্গত, সাম্প্রতিক এই সময়ে মদ না পেয়ে কেরালায় ৮ জন আত্মহত্যা করেছেন বলে জানা যায়। এরপর এই যুক্তি খাড়া করে প্রাথমিকভাবে মদের দোকানকে লকডাউন আওতা থেকে বাদ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে কেরল সরকার। পরে বিরোধীদের তীব্র আপত্তিতে সরকার সিদ্ধান্ত বদল করে। আবগারি দপ্তর নির্দেশিকা জারি করে জানিয়েছিল, সরকারি চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন আনলে সীমিত পরিমাণ মদ কেনার অনুমতি মিলবে। ওই নির্দেশিকার বিরুদ্ধে সরব হন সমাজকর্মী, চিকিৎসক ও কেরল শাখার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন প্রমুখ। পরবর্তীতে তাঁরা কেরল হাইকোর্টের দ্বারস্থ হন। কেরল সরকার আদালতেও মদে আসক্তদের পক্ষে চিকিৎসার যুক্তি দেখায়। সবকিছু বিচার-বিবেচনা করে বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন, এ ধরনের নির্দেশ বিপর্যয়ের পথ প্রশস্ত করবে। তাই জরুরি ভিত্তিতে মদ বিক্রি বন্ধের নির্দেশ জারি করা হোক।