Society ComplexLifestyle Others 

আবাসন এখন মানবিকতা মেশানো

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিপর্যস্ত পরিস্থিতিতে আত্মীয়তার বাঁধনে শহরের আবাসনগুলি। একই উঠোনে বাড়ি ও বসবাস। আবাসন, বহুতল ও রেসিডেন্সিয়াল কমপ্লেক্স-এ একত্রে অনেক মানুষের বসবাস। ভাইরাস ঠেকাতে মরিয়া সতর্কতাও রয়েছে। কলকাতা লাগোয়া তৎসংলগ্ন শহরতলির ছোট-বড় আবাসনগুলিতে এই চিত্র আকছার দেখা যাচ্ছে। সাবধানতার ছবিটা একনজর দিলেই দেখাও যাচ্ছে। আবার বিপদের দিনে একে অন্যের পাশে দাঁড়ানোর ছবিটাও ধরা পড়ছে। সবাই মিলে একত্রিত হয়ে সতর্কতা অবলম্বন করছেন আবাসনের বাসিন্দারা। পাশাপাশি আবাসন জীবাণুমুক্ত করার প্রচেষ্টাও যেমন রয়েছে, তেমনি রয়েছে প্রবীণ বাসিন্দা বা নাগরিকদের ঘরে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার তাগিদ। ওষুধ ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার প্রচেষ্টার ছবিটাও একঝলক চোখে পড়বে। সকাল-বিকেল একে অন্যের খোঁজ রাখার বিষয়েও মানবিকতা মেশানো রয়েছে। সূত্রের খবর, সল্টলেকের বৈশাখী আবাসনে একত্রে ৫ হাজারেরও বেশি মানুষ বাস করেন। আবাসন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিপর্যয়ে ৪৫ হাজার টাকার তহবিল গড়াও হয়েছে। ৮০০ জন বাসিন্দাকে মাস্ক দেওয়া ছাড়াও নিয়মিত ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার। পাশাপাশি ঢোকা ও বেরোনোর সময় বাসিন্দারা যাতে হাত পরিষ্কার করতে পারেন, তার জন্য গেটে রাখা হয়েছে স্যানিটাইজার। আবার আবাসন চত্বরে জীবাণু নষ্ট করতে স্প্রে করার উদ্যোগও চলছে। নিউ টাউন, দক্ষিণের সাউথ সিটি ও পূর্ব কলকাতা-সহ সব আবাসনের এখন একই চিত্র সর্বত্র।

Related posts

Leave a Comment